আপাতত বাড়িতেই থাকছেন মমতা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৪, ২০১৬, ০৫:২৮ পিএম

বাড়িতেই থাকছেন। সারাদিনই নিজের কাজ নিয়ে ব্যস্ত আছেন। মাঝেমধ্যে ফোনে সব খবরা-খবর নিচ্ছেন। ১৯ মে ভোটের ফল প্রকাশিত হবে। গণনার দিন কর্মীদের মাথা ঠান্ডা রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন মমতা। এর মধ্যে একদিন নবান্নে গিয়েছিলেন। কিছু কাজ করে এসেছেন। কালীঘাটের বাড়িতেও গুরুত্বপূর্ণ কাজ করছেন। মুখ্যমন্ত্রীর আত্মবিশ্বাস তুঙ্গে। ক্ষমতায় ফের আসছে মা মাটি মানুষের সরকার। শুক্রবারই দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই শপথ নিতে চলেছেন মমতা। জয়ের ব্যাপারে বাংলার সব মন্ত্রীই আশাবাদী। তৃণমূলের এক নেতা জানান, দু’একজন ছাড়া মমতার মন্ত্রিসভার সকলেই জিতে ফিরে আসবেন।‌ তৃণমূলের এক নেতা বলেন, মদন মিত্র কিন্তু জেল থেকে কামারহাটিতে জিতবেন। এবার যাঁরা জিতবেন, তাঁদের মার্জিন কিছুটা কম হলেও হতে পারে। ওই নেতার বক্তব্য, জোটের কোনো প্রভাব নেই। ১০০’‌র নিচে জোট আসন পাবে। কংগ্রেস গতবার ৪২টি আসনে জিতেছিল। এবার কমে যাবে। বামফ্রন্ট পেয়েছিল ৬২ আসন। ওই নেতা জোর দিয়ে বলেন, ৬২-‌র থেকে কিছুটা বাড়বে সি পি এমের। মন্ত্রীদের হারার কোনো সম্ভাবনা নেই। কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ও সাবিত্রী মিত্রকে নিয়ে অনেক জল্পনা হচ্ছে। ১৯ মে সব পরিষ্কার হয়ে যাবে। সূত্র: আজকাল‌‌

সোনালীনিউজ/এইচএআর