ফিলিস্তিনের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৩, ২০২০, ০৭:৪৮ পিএম

ঢাকা : গাজায় জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউ) পরিচালিত একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার পশ্চিম গাজায় আল-সাথি শরণার্থী শিবিরে যুদ্ধবিমান দিয়ে এ হামলা চালানো হয়।

একটি ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানায়, ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়নি, তবে বিদ্যালয়ের ভবনের ক্ষতি হয়েছে।

সূত্রের বরাতে বলা হয়েছে, যদিও ইউএনআরডব্লিউ কর্তৃপক্ষ বিদ্যালয়ে শিক্ষাব্যবস্থা স্থগিত করেছে, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি সংস্থাটি।

এক বিবৃতিতে হামাসের মুখপাত্র ফাউজি বারহুম বলেন, এই নীতিগুলো গাজায় সংকটে থাকা আমাদের মানুষগুলোকে উত্তেজিত করে তুলবে; আন্তর্জাতিক ও আঞ্চলিক নীরবতায় করোনাভাইরাসের মধ্যে তাদের প্রত্যাহিক জীবন অচল হয়ে গেছে।

এদিকে বৃহস্পতিবার গাজায় হামাসের বিভিন্ন সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরালি বাহিনী। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজায় ইসরাইলি সরকার জ্বালানি সরবরাহ বন্ধ ও জেলেদের মাছধরা সীমিত করে দেয়ায় অবরোধ আরও অসহনীয় হয়ে উঠেছে।

তবে ইসরাইল দাবি করছে, গত সপ্তাহে গাজা থেকে বেলুনের মাধ্যম বোমা হামলার ঘটনায় এ বিমান হামলা চালানো হচ্ছে।

সোনালীনিউজ/এএস