আজ ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৫, ২০২০, ১২:৩৭ পিএম

ঢাকা: নানা আয়োজনের মধ্যদিয়ে ভারতে উদযাপিত হচ্ছে ৭৪তম স্বাধীনতা দিবস। করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে সকল আয়োজন সম্পন্ন করা হচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে ঐতিহাসিক লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তাকে গার্ড অব অনার দেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। সেখানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন করে ভারত। এবারের স্বাধীনতা দিবস পালনে দেশজুড়ে করোনা পরিস্থিতি বিচারে প্রস্তুতি নেওয়া হয়েছে। লালকেল্লায় প্রবেশে মাস্ক বাধ্যতামূলক। একটি আসন থেকে আরেকটি আসনের দূরত্ব থাকবে দুই গজ। ভারতীয় সেনা বাহিনীর ২২ জন গার্ড অব অনারে অংশ নিয়েছেন। এরপর জাতির উদ্দেশে ভাষণ দেন।

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে লাদাখে নিহত ২০ জন শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। গেলো মে-জুন মাসে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে প্রথম সারিতে থাকায় সাহসিকতার জন্য স্বাধীনতা দিবসে পুরস্কার পেয়েছেন ভারত-তিব্বত সীমান্ত পুলিশের ২১ জন সদস্য।

সোনালীনিউজ/টিআই