চিকিৎসার জন্য জার্মানে আলজেরিয়ার প্রেসিডেন্ট

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২০, ০২:৪৬ পিএম

ঢাকা: আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেউবিনকে উন্নত চিকিৎসার জন্য জার্মানে নেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানী আলজিয়ার্সের সেনা হাসপাতাল থেকে জার্মানে নেওয়া হয়।

চিকিৎসকের পরামর্শক্রমে  তেবউনকে উন্নত চিকিৎসা দিতে জার্মানে নেওয়া হয় বলে জানায় আলজেরিয়ার রাষ্ট্রয়াত্ত টিভি চ্যানেল। তবে তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কোনো কিছু প্রকাশ করা হয়নি।

এর আগে সেল্ফ কোয়ারেন্টিন থেকে তেবউনকে রাজধানীর সামরিক হাসপাতালের বিশেষ শাখায় ভর্তি করা হয়। গত শনিবার (২৪ অক্টোবর) নিজের জ্যেষ্ঠ সহকর্মী করোনায় আক্রান্ত হলে তিনি সেল্ফ কোয়ারেন্টিন শুরু করেন।

২০১৯ সালের ২ এপ্রিল তীব্র আন্দোলনর পর আলজেরিয়ার দীর্ঘকালের প্রেসিডেন্ট আবদেল আজিল বুতেফ্লিকার ক্ষমতাচ্যুতি হন। এরপর গত ১৯ ডিসেম্বর আবদেল মাদজিদ তেউবিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এবং নতুন সংবিধান প্রণয়নে কাজ শুরু করেন। সূত্র : আল জাজিরা

সোনালীনিউজ/টিআই