যুক্তরাষ্ট্রে একদিনে আরো দেড় লাখ করোনায় আক্রান্ত, মৃত ১৬১৫

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২০, ১১:১৫ এএম

ঢাকা: বৈশ্বিক মহামানি করোনাভাইরাসে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দেড় লাখের বেশি মানুষ। একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে দেড় হাজারের বেশি মানুষের। 

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ২৬১ জন এবং মৃত্যু হয়েছে এক হাজার ৬১৫ জনের। খবর রয়টার্স।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৭১১ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৫৪ হাজার ২৫৫ জনের।

করোনা সংক্রমণের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৯ লাখ ১২ হাজার ৭০৪ জন এবং মারা গেছে ১ লাখ ৩১ হাজার ৩১ জন।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৫৯ লাখ ৩৬ হাজার ৯০১ জন এবং মৃত্যু হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ১১৬ জনের। সুস্থ হয়েছেন ৩ কোটি ৮৯ লাখ ৫৮ হাজার ৮০২ জন।

সোনালীনিউজ/এমএইচ