নাইজেরিয়ায় গলা কেটে ১১০ কৃষককে হত্যা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২০, ১২:২৩ পিএম

ঢাকা: নাইজেরিয়ার বর্নো রাজ্যে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১০ কৃষক। রোববার (২৯ নভেম্বর) মৃতের সংখ্যাটি নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

চলতি বছরের ‘জঘন্যতম হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ। সংশ্লিষ্ট অপরাধীদের বিচারের মুখোমুখি করারও আহ্বান জানানো হয়েছে মুহাম্মুদু বুহারি সরকারকে।

শনিবার কৃষিক্ষেত্রে কাজ করার সময় মোটরবাইকে চেপে সেখানে আসে অস্ত্রধারীরা। ধারালো অস্ত্রের মাধ্যমে এলোপাতাড়ি শিরোচ্ছেদ করে কর্মরত কৃষকদের। প্রাথমিকভাবে, নিহতদের সংখ্যা ৪৩ বলা হয়েছিলো। পরে হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে নিশ্চিত করা হয় সংখ্যাটি।

এ বর্বরোচিত হত্যাকাণ্ডের জন্য জঙ্গি সংগঠন ‘বোকো হারাম’-কে অভিযুক্ত করছে নিরাপত্তা বাহিনী।

সোনালীনিউজ/টিআই