রেকর্ড তুষারপাতে সুইডেনে রেড অ্যালার্ট 

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২১, ১০:৩৮ এএম

ঢাকা : বিগত ১০ বছরের রেকর্ড ভাঙা তুষারপাত হয়েছে সুইডেনে। গত কয়েক দিনে বিভিন্ন এলাকায় ৫০-৭০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়। দেশটিতে দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ রাখার পাশাপাশি জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

শুভ্র তুষারে ছেয়ে গেছে সুইডেনের পথঘাট। গাছপালার ডালে, বাড়ির ছাদে, পার্ক করে রাখা গাড়ির ওপর জমে আছে বরফ। ১০ বছরের রেকর্ড ভাঙা তুষারপাতে স্থবির দেশটির জনজীবন।

বিভিন্ন অঞ্চলে ৫০-৭০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে গত কয়েক দিনে। এতে হাড় কাঁপানো শীতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। দুর্যোগ মোকাবিলায় দেশটির বিভিন্ন অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

সুইডেনে শীত আর তুষারপাত সাধারণ ঘটনা হলেও এবারের তীব্র শীত আর প্রবল তুষারপাতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

সোনালীনিউজ/এএস