অযোধ্যায় বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু

  • আর্ন্তজাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২১, ০১:২৮ পিএম
ফাইল ফটো

ঢাকা: বৃক্ষরোপণের মাধ্যমে অযোধ্যায় ভারতের প্রজাতন্ত্র দিবসে মঙ্গলবার (২৬ জানুয়ারি) মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে। এটির নির্মাণে কাজ করছেন ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ) ট্রাস্টের সদস্যরা। 

রাম মন্দিরের জন্য নির্ধারিত স্থান থেকে ২৫ কিলোমিটার দূরে অযোধ্যার ধান্নিপুর গ্রামে পাঁচ একরের প্লটে মসজিদটি নির্মাণ করা হচ্ছে।

মঙ্গলবার সকালে নির্মাণস্থলে হাজির হন আইআইসিএফ ট্রাস্টের প্রধান জাফর আহমেদ ফারুকি ও অন্য সদস্যরা। সকাল পৌনে ৯টায় পতাকা উড়িয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন ফারুকি।

ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারুকি বলেন, নির্মাণস্থলের মাটি পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। মাটি পরীক্ষার রিপোর্ট চলে এলে এবং মসজিদের নকশা অনুমোদন পেলেই পাকাপাকিভাবে নির্মাণকাজ শুরু করব। মসজিদ নির্মাণের জন্য এরই মধ্যে অর্থ সংগ্রহের কাজ শুরু হয়েছে। যে যেমন পারেন মসজিদ নির্মাণের জন্য অর্থ দান করুন। 

সোনালীনিউজ/এমএইচ