৪৬ বছরে ৩৫ সন্তান, লক্ষ্য ১০০!

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৪, ২০১৬, ১০:৫০ পিএম

জান মোহাম্মদ খিলজি নামে পাকিস্তানী এক নাগরিক ৪৬ বছর বয়সে ৩৫ সন্তানের বাবা হয়েছেন। তার টার্গেট একশ সন্তানের বাবা হওয়া। পাকিস্তানি এই নাগরিকের তিন স্ত্রী থাকলেও বাবা হওয়ার রেকর্ড গড়ে শতক করতে চতুর্থ স্ত্রী খুঁজছেন তিনি।

জান মোহাম্মদ খিলজি পেশায় স্বাস্থ্যকর্মী, তার জীবনের লক্ষ্য ১০০ সন্তানের বাবা হবেন।তিনি বলেন, এটিই তার ধর্মীয় কর্তব্য। বালুচিস্তানের কোয়েটার এক গ্রামে মাটির কুঁড়েঘরে বসবাস তার। সেখানেই ৩ বউ আর ৩৫ ছেলেমেয়ে নিয়ে  গাদাগাদি করে থাকেন।

চতুর্থ বিয়ের পর নতুন বউকে কোয়েটার বাড়িতেই উঠাবেন। পূরণ করবেন একশ বাচ্চার বাবার লক্ষ্য।

জান মোহাম্মদের দাবি, তিন স্ত্রীই তার ব্যবহারে খুব খুশি। তারাও চান, কোরআন হাদিস মেনে সন্তানে ভরে উঠুক বাড়ি।

তবে বাচ্চাদের নাম মনে রাখতে সমস্যা হয় কিনা এমন এক প্রশ্নের জবাবে বলেন, বিয়ে অথবা অন্য কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ পেলে ছেলেমেয়ে ও স্ত্রীদের ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যান। এর কারণ হিসেবে তিনি বলেন, তাহলে সবাইকে নিয়ে ঘোরাও যায়, ভালোবাসাও দেখানো যায়। মনে থাকে নামও।

সোনালীনিউজ/ঢাকা/এসএইচএম