প্যারিসের বন্যা

কমছে সীন নদীর পানি

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৫, ২০১৬, ০৭:১৮ পিএম

প্যারিসের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। শনিবার থেকে ধীরে ধীরে সীন নদীর পানি কমতে শুরু করেছে। গেল ৩৪ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ বন্যার পানি কমতে শুরু করলেও প্যারিসে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা বহাল রয়েছে। এখনও শহরের বিভিন্ন স্থানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে প্রায় ১৭ হাজার ঘরবাড়ির।

এর আগে সীন নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেশ কয়েকটি সেতুর ওপর দিয়ে যান চলাচল নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। এছাড়া নৌকা চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়। দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস জানিয়েছেন, বন্যায় দেশটিতে এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪২ জন।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই