সিরিয়ায় আসাদ বাহিনীর বিমান হামলায় নিহত ৫৩

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৬, ২০১৬, ১০:২৪ এএম

২০১৪ সালের আগস্টের পর এবারই প্রথমবারের মতো সিরিয়ার আলেপ্পোতে নতুন করে বিমান হামলা চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। বিদ্রোহীদের হামলার জবাব হিসেবে আসাদ বাহিনী আলোপ্পোতে প্রবেশ করে এ হামলা চালায়। হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫৩ জন নিহত হয়েছে বলে আলজাজিরার খবরে বলা হয়েছে।

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, বেশ কয়েকটি ব্যারেল বোমা, তেলের ড্রাম, বিস্ফোরক ও সার্পনেল সমৃদ্ধ সিলিন্ডার ফেলা হয়েছে সামরিক হেলিকপ্টার থেকে। এছাড়া বিদ্রোহীদের হামলায় সরকার নিয়ন্ত্রিত এলাকায় আরও ৮ জন নিহত হয়েছে।

রবিবার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে অন্তত ৪০টি বিমান হামলা করেছে রাশিয়া ও আসাদ বাহিনী। সিরিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, সরকারি বাহিনীর হামলার আগে বিদ্রোহীরাই আলেপ্পোর সরকার নিয়ন্ত্রিত এলাকায় মর্টার হামলা চালিয়েছে। বিদ্রোহীদের মিসাইলে হামাদানিয়াহ এবং মিদান অঞ্চলে বেশ কয়েকজন আহত হয়েছে।

পর্যবেক্ষক একটি সংস্থা জানিয়েছে ৩১ মে থেকে এখন পর্যন্ত বিমান হামলায় সিরিয়ায় অন্তত ৭৪ জন নিহত হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই