অস্ট্রেলিয়ায় বন্যা ও ঝড়ের তান্ডবে ৩ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৬, ২০১৬, ০২:৪৫ পিএম

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ভয়াবহ ঝড়ের আঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে বেশ কয়েকটি নদী প্লাবিত হয়ে বন্যা সৃষ্টি হয়েছে, গাছপালা উপড়ে গেছে এবং উপকূলীয় এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে।
নিউ সাউথ ওয়েলেস, ভিক্টরিয়া ও তাসমানিয়ায় বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সিডনির কলারয় বিচে ভূমিক্ষয় দেখা দেয়ায় বিলাসবহুল বাড়িগুলো খালি করে দেয়া হয়। এই ভবনগুলো ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঝড়ের কারণে নিউ সাউথ ওয়েলসে সপ্তাহান্তে ৮৬ হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার সকালে ক্যানবেরার কাছে অবস্থিত কোটার নদীতে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে।
পুলিশ জানায়, নদী পার হওয়ার সময় ৩৭ বছর বয়সী ওই ব্যক্তি বন্যার পানির তোড়ে ভেসে যায়।
পুলিশের ডুবুরিরা দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে।
দুটি পৃথক ঘটনায় বন্যার পানির তোড়ে রাস্তা থেকে তাদের গাড়ি ভেসে যায়।
বোওরালে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি তার গাড়িতেই মারা যান।
সিডনির দক্ষিণ পশ্চিম প্রান্তে স্রোতের তোড়ে রাস্তার ওপর থেকে গাড়ি ভেসে গেলে অপর একজন মারা যান।
কয়েকটি রাজ্যজুড়েই বন্যা সতর্কতা জারি করা হয়। উত্তরাঞ্চলীয় তাসমানিয়ায় সোমবার কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে।

সোনালীনিউজ/এইচএআর