লকডাউনে প্যারিসের পার্টিতে ‘মন্ত্রীরা’

  • নিউজ ডেস্ক: | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১, ০৯:২০ পিএম
ফাইল ছবি

ঢাকা: করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ ঠেকাতে ফ্রান্সে জারি হয়েছে তৃতীয় দফা লকডাউন। আর এই লকডাউনের মাঝেই রাজধানী প্যারিসে বিভিন্ন ক্লাবে উচ্চবিত্তদের নৈশভোজ আর পার্টির আয়োজনের খবর তোলপাড় সৃষ্টি করেছে দেশজুড়ে।
 
বুধবার (৭ এপ্রিল) স্থানীয় এক টেলিভিশনের প্রতিবেদনের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানায়, সোমবার দেশটির বেশ কিছু নৈশক্লাবের ফাঁস হওয়া সিসিটিভি ফুটেজে জরুরি স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পার্টি আয়োজনের দৃশ্য ধরা পড়ে। এমনকি দেশটির কয়েকজন মন্ত্রীও এসব পার্টিতে যোগ দিয়েছিলেন বলে স্বীকার করেছে আয়োজকরা।

ফরাসী চ্যানেল এম৬ এর ফাঁস করা ফুটেজে দেখা গেছে বিলাশবহুল কিছু ব্যক্তিগত ম্যানশনে মাস্ক ছাড়াই অনেকে নৈশভোজে মত্ত হয়েছেন। আয়োজকরা জানায়, ১৯০ থেকে ৫৮০ ডলারে এসব পার্টিতে অংশ নিচ্ছেন সবাই।
 
তবে সাধারণ মানুষের সরাসরি প্রবেশের সুযোগ নেই। এখানে আসতে হলে আবেদন করতে হবে প্রভাবশালী তৃতীয় পক্ষের মধ্যস্ততায়। শুরুতে পার্টিতে কয়েকজন মন্ত্রীর উপস্থিতির কথা জানালেও পরে তা অস্বীকার করেছেন ম্যানশনের মালিক।

সোনালীনিউজ/আইএ