ফের ভারতে একদিনে সর্বোচ্চ শনাক্ত

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১, ১১:২৮ এএম
ছবি : ইন্টারনেট

ঢাকা : ভারতে গেল একদিনে আবারও করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) দেশটিতে শনাক্ত হয়েছে প্রায় ২ লাখ ৩৪ হাজার। আর একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৩শ ৩৮ জনের। এনিয়ে দেশটিতে মোট মৃত্যু ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে।

ব্রাজিলে গেল একদিনে মৃত্যু ৩ হাজার ছাড়িয়েছে। দেশটিতে একদিনে শনাক্ত ৭৬ হাজারের বেশি। এপর্যন্ত দেশটিতে মোট মৃত্যু ৩ লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে। ব্রাজিলের পিওয়ান করোনাভাইরাসের ধরনটি গর্ভবতী মায়েদের।

যুক্তরাষ্ট্রে একদিনে ৮শ ৮৪ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে গেল একদিনে ৮১ হাজারের বেশি শনাক্ত। যুক্তরাষ্ট্রে এনিয়ে মোট মৃত্যু ছাড়িয়েছে ৫ লাখ ৭৯ হাজার।

বিশ্বে করোনায় গত একদিনে ১২ হাজারের বেশি মৃত্যু হয়েছে। আর একদিনে শনাক্ত হয়েছে ৮ লাখ ২৭ হাজারের বেশি মানুষ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ১৮ই মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সোনালীনিউজ/এমএএইচ