বিশেষ বিমান তৈরি করছে চীন

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৯, ২০১৬, ০৫:৩৪ পিএম

আমেরিকা-রাশিয়ার পর সামরিক ক্ষেত্রে রণনীতিগতভাবেই যুদ্ধবিমান ব্যবহার করতে চলেছে চীন। বায়ু পথে সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে এক হাজাররেও এই বিশেষ ধরণের বিমান যোগ করার পরিকল্পনা করেছে বেজিং। লাল চিনের অ্যাভিয়েশন কর্পোরেশন ইন্ডাস্ট্রির প্রধান ঝু কিয়ান বলেছেন, ‘বায়ু সেনাবাহিনীর জন্য এক হাজারেরও বেশি জিয়ান ওয়াই-২০ মডেলের বিমান লাগবে।’ ওই দেশের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন এই বিমান তৈরির দায়িত্বে আছে। প্রতিটি বিমান ৬৬টন বোঝা নিয়ে একবারে ৪,৫০০ কিমি পথ উড়তে পারবে। এর প্রতিটি পাখার দৈর্ঘ্য ৫০ মিটার। এই জিয়ান ওয়াই-২০ মডেলের বিমান চীনের সব থেকে বড় আকারের বিমান হতে চলেছে। সূত্র: কলকাতা

সোনালীনিউজ/এইচএআর