তেল কেলেঙ্কারির অভিযোগ, ব্রাজিলের পর্যটনমন্ত্রীর পদত্যাগ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৮, ২০১৬, ১২:১৭ পিএম

পেট্রোবাস তেল কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করেছেন ব্রাজিলের পর্যটনমন্ত্রী হেনরিক এদোয়ার্দো আলভেজ। বর্তমান অন্তর্বর্তী পি-এম-ডি-বি সরকার থেকে এ নিয়ে তিনজন মন্ত্রী পদত্যাগ করলেন।

প্রেসিডেন্ট মিশেল টেমারসহ ২০ জন নেতার বিরুদ্ধে বুধবার দুর্নীতির অভিযোগের বিভিন্ন তথ্য প্রমান প্রকাশ করেন সুপ্রিম কোর্ট। রাষ্ট্রীয় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান পেট্রোবাসের সাবেক নির্বাহী প্রধান সার্জিও মাচাদো তাদের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করেন।

টেমার ও আলভেজ দু’জনই নির্বাচনী প্রচারণার জন্য পেট্রোবাস থেকে অবৈধ উপায়ে বিপুল অংকের অর্থ দাবি করেছিলেন বলে দাবি সার্জিওর। তবে এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন টেমার ও আলভেজ। আলভেজ বলেন, নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে তিনি নির্বাচনী প্রচারণায় সরকারি চ্যানেল ব্যবহার করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এএম