ক্যালিফোর্নিয়া-নিউ মেক্সিকোর দাবানল পরিস্থিতির অবনতি

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৮, ২০১৬, ১২:২৪ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের দাবানল পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শুক্রবার তীব্র দাবদাহের পাশাপাশি দাবানল আরও ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার কয়েকশ’ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারা এলাকার ওই দাবানল প্রায় ১৪শ’ একর জমিতে ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় ১২শ’ দমকল কর্মী।

অন্যদিকে, নিউ মেক্সিকোর বার্নালিলো এলাকার দাবানল ৪ দিন পরও নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল কর্মীরা। সেখানকার প্রায় ১৬শ’ একর জমিতে দাবানল ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে দমকল বাহিনী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানকার প্রায় ২শ’ বাসিন্দাকে এরইমধ্যে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এছাড়াও, আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার বহু ঘরবাড়ি ও স্থাপনা। দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়া প্রায় ১শ কিলোমিটার দূরে থেকে দেখা যাচ্ছে বলে জানা গেছে।

সোনালীনিউজ/ঢাকা/এএম