ইন্দোনেশিয়ার ৭ নাবিক অপহরণ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৪, ২০১৬, ০৬:০১ পিএম

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সমুদ্রে ইন্দোনেশিয়ার ৭ নাবিককে অপহরণ করা হয়েছে। এটা গোলযোগপূর্ণ অঞ্চলটিতে সশস্ত্র অপরাধী চক্রের সর্বশেষ অপহরণের ঘটনা। শুক্রবার জাকার্তার সরকার একথা বলেছেন।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বলেন, সোমবার সুলু সাগরে ক্রুরা কয়লাভর্তি একটি নৌকাকে দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়অর সময় সশস্ত্র অপরাধী চক্রের সদস্যরা তাদের টাগবোটটিকে অপহরণ করে।
মাসুদি আরো বলেন, এক ঘন্টার ব্যবধানে জাহাজটিতে দুটি পৃথক হামলা চালিয়ে ৭ নাবিককে জিম্মি করা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

টাগবোটটির অপর ৬ ক্রু এই ঘটনায় অক্ষত রয়েছে। মাসুদি সাংবাদিকদের বলেন, ‘সরকার জিম্মিদের মুক্তির ব্যাপারে সম্ভাব্য সবকিছুই করবে।’ তিনি বলেন, ‘ইন্দোনেশিয়ার এই ৭ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, কোন মুক্তিপণ চাওয়া হয়েছে কিনা বা ফিলিপাইনভিত্তিক ইসলামী জঙ্গি সংগঠন আবু সায়াফ গ্রুপ এই অপহরণের সঙ্গে জড়িত কিনা সে ব্যাপারে তিনি নিশ্চিত নন।

সোনালীনিউজ/এইচএআর