পেরুতে শক্তিশালী ভূমিকম্প

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০৬:১২ পিএম

ঢাকা: পেরুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫। 

রোববার (২৮ নভেম্বর) পেরুর বারানসা শহর থেকে ৪২ কিলোমিটার (২৫ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ।পেরুর রাজধানী লিমা থেকেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

প্রাথমিকভাবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও জানা যায়নি। 

ভূমিকম্পের গভীরতা ছিল ১১২ দশমিক ৫ কিলোমিটার (প্রায় ৬০ মাইল)। ইউরো-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এক টুইট বার্তায় জানিয়েছে, আমাজন রেইনফরেস্টের যে অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে সেখানে জনসংখ্যা খুবই কম।

এদিকে মার্কিন সুনামি সতর্কতা বিভাগ জানিয়েছে, পেরুর ওই ভূমিকম্প থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।

সোনালীনিউজ/আইএ