পাকিস্তানে সেনাস্কুলে হত্যাকাণ্ডের মূল হোতা নিহত!

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১২, ২০১৬, ০৫:৪০ পিএম

পাকিস্তানের পেশোয়ায় ২০১৪ সালের ডিসেম্বরে সেনাস্কুলে হামলা চালিয়ে ১২২ স্কুলছাত্র ও ২২ শিক্ষককে হত্যার মূল পরিকল্পনাকারী ওমর মনসুর আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছে বলে পাকিস্তানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেছেন। খবর আইএএনএসের।

ডন অনলাইনকে পাকিস্তানি কর্মকর্তারা বলেন, শনিবার (৮ জুলাই) আফগানিস্তানের নানগরহার প্রদেশের বন্দর এলাকায় মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় ওমর মনসুর নিহত হয়েছেন। এ সময় কারি সাইফুল্লাহ নামের আরেক জঙ্গিনেতাও নিহত হন। এ ব্যাপারে তাঁদের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে।

মনসুর ও সাইফুল্লাহ পাকিস্তানের তেহরিক-ই-তালেবানের তারিক গিদার গ্রুপের নেতা ছিলেন। তাঁরা পেশোয়ার ও দারা আদমখেলের বিভিন্ন এলাকায় হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ আছে।

২০১৪ সালের ১৬ ডিসেম্বরের ওই হামলায় সেনাবাহিনী পরিচালিত স্কুলের ১২২ ছাত্র ও ২২ শিক্ষক নিহত হন। এছাড়া ওই অঞ্চলের আরও কিছু বড় হামলার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম