মিউনিখে হামলার ভিডিও

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৩, ২০১৬, ১১:০৯ এএম

জার্মানির মিউনিখ শহরে একটি ব্যস্ত বিপণি বিতানে হামলা চালিয়ে অন্তত নয়জনকে হত্যা করা হয়েছে। যাকে সন্ত্রাসী হামলা বলছে দেশটির পুলিশ। শুক্রবার জনসমাগমপূর্ণ শপিংমলে বন্দুক হামলাকারী ছিলেন ১৮ বছরের ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিক। হামলার কিছুক্ষণ পরই ওই তরুণ আত্মহত্যা করেছে।

শনিবার মিউনিখের পুলিশ প্রধান হুবার্তাস আন্দ্রে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হামলার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া কোনো গোষ্ঠীও এখনো এ হামলার দায় স্বীকার করেনি। হামলার আগে ওই ব্যক্তিটি বিরুদ্ধে পুলিশের কাছে কোনো অভিযোগও আসেনি।

এদিকে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে হামলার একটি ভিডিওচিত্র ছড়িয়ে পড়ে। এতে দেখা গেছে, কালো পোষাক পরিহিত ওই হামলকারী ম্যাকডোনাল্ড রেস্তোঁরা থেকে বের হয়ে নির্বিচারে গুলি ছুঁড়তে শুরু করে। এসময় আতঙ্কিত হয়ে লোকজন বিভিন্ন দিকে ছোটাছুটি করতে শুরু করে। পরে সে অলিম্পিক স্টেডিয়ামের কাছে শপিং মলে প্রবেশ করে। 

সোনালীনিউজ/ঢাকা/এএম