ঘূর্ণিঝড় ‘নোরু’: লোকজনকে নিরাপদ স্থানে যেতে নির্দেশ

  • অনলাইন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ০২:৪৪ পিএম

ঢাকা: ফিলিপাইনের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় নোরু। এরই মধ্যে উপকূলীয় এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন।

তিন মাত্রায় ঘূর্ণিঝড় নোরু ঘণ্টায় ১৯২ কিলোমিটার বেগে লুজন দ্বীপের দিকে অগ্রসর হচ্ছে বলে দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে। এর প্রভাবে রাজধানী ম্যানিলাসহ বিভিন্ন অঞ্চলে প্রবল ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। সেই সঙ্গে বন্যা ও ভূমিধস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন।
উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন।ছবি : সংগৃহীত
ফিলিপাইনের পুলিশপ্রধান জেনারেল রোডলফো আজুরিন জানান, ঝুঁকিপূর্ণ অঞ্চলের লোকজনকে নির্দেশ দেওয়া মাত্রই নিরাপদ স্থানে সরে যাওয়ার আদেশ মানতে বলা হয়েছে।

দেশটির আবহাওয়াবিদ রব গাইল এএফপিকে জানান, আগামী ২৪ ঘণ্টায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে। তবে ফিলিপাইনে আঘাত হানার সময় এর গতি কত হবে সেটি অনিশ্চিত।

ম্যানিলার পূর্বাঞ্চলীয় কুইজন প্রদেশে জেলেদের সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রদেশটির কিছু অঞ্চল এরই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সাত হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গড়ে ওটা ফিলিপাইন প্রায়ই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। ২০২১ সালে টাইফুন রাই-এর আঘাতে এখানে ৪০০ মানুষের মৃত্যু হয়।

সোনালীনিউজ/এম