যুক্তরাষ্ট্রের সুপারশপে বন্দুক হামলায় নিহত ১০

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২, ০৪:০৩ পিএম

ঢাকা: যুক্তরাষ্ট্রে আবারো বন্দুক হামলা হয়েছে। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সুপারশপে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৩ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে চেসাপিয়েক শহরের ওয়ালমার্ট সুপারস্টোরে হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো কয়েকজন।

চেসাপিয়েক পুলিশের পাবলিক ইনফরমেশন অফিসার লিও কোসিনস্কি এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। 

পুলিশ কর্মকর্তা লিও কোসিনস্কি বলেন, এখনো বন্দুকধারীর পরিচয় স্পষ্ট করা যায়নি। তিনি নিজেও গুলিতে আহত হয়ে মারা যান। তবে তার জানা মতে পুলিশ কোনো গুলি চালায়নি বলেও জানান তিনি।

চেসাপিয়েক পুলিশ নিশ্চিত যে এক সক্রিয় বন্দুকধারী ওয়ালমার্টে এ প্রাণহানির ঘটনা ঘটায়। যিনি নিজেও মারা যান।

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের কলোরাডোর এক নৈশক্লাবে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হন। ওই হামলায় আহত হন ১৮ জন।

সূত্র : রয়টার্স

সোনালীনিউজ/আইএ