৮০ হাজার আশ্রয়প্রার্থীকে বের করে দেবে সুইডেন

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০১৬, ১১:৫৫ এএম

আন্তর্জাতিক ডেস্ক
সুইডেনের কর্তৃপক্ষ সেদেশে অভিবাসনের আবেদন করে ব্যর্থ হওয়া আশি হাজারের বেশি আশ্রয়-প্রার্থীকে বের করে দেয়ার পরিকল্পনা নিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ডার্স ইজম্যানকে উদ্ধৃত করে সুইডেনের সংবাদ মাধ্যমের খবরে এমনটাই উঠে এসেছে।

এইসব আশ্রয়প্রার্থীদের চার্টার্ড বিমানযোগে ফেরত পাঠানো হবে। তবে এজন্য কয়েক বছর সময় লেগে যাবে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ষাট হাজার আবেদনকারীর বিষয়ে আলাপ-আলোচনা চলছে। তবে এই সংখ্যা আশি হাজার ছাড়িয়ে যেতে পারে।

উল্লেখ্য, গেল ২০১৫ সালে সুইডেনে অভিবাসনের জন্য দেড় লাখের বেশি আবেদন করা হয়েছে। ইউরোপের একক কোনও দেশ হিসেবে আবেদনের এই সংখ্যা সর্বোচ্চ।
সোনালীনিউজ/ঢাকা