তৃষ্ণার্ত পাকিস্তানি কিশোরকে ফেরত দিল ভারত

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৪, ২০১৬, ০৫:৩০ পিএম

কাশ্মির নিয়ে উত্তেজনার মধ্যেই ভুলক্রমে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢুকে পড়া তৃষ্ণার্ত এক পাকিস্তানি কিশোরকে ফেরত দিল ভারত। পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের সীমানা অতিক্রম করা ১২ বছরের কিশোরকে সোমবার (৩ অক্টোবর) পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্সের কাছে ফেরত দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)।

বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, রোববার (২ অক্টোবর) দু’দেশের আন্তর্জাতিক সীমানায় গরু চড়াচ্ছিলেন ১২ বছরের কিশোর মোহাম্মদ তানভীর। এসময় টিউবওয়েলে পানির জন্য অসাবধানতাবশত সীমানা অতিক্রম করে সে।

বিএসএফে মুখপাত্র বলেন, ‘সে অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমানা পাড় হয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে যায়।’

এই ঘটনার পর রেঞ্জার্সের সাথে যোগাযোগ করে বিএসএফ এবং ওই কিশোরে রেঞ্জার্সের হাতে তুলে দেয়া হয়। তানভীরের বাড়ি পাকিস্তানের কাসুর জেলার দারি গ্রামে। মানবিক কারণেই তাকে ফেরত দেয়া হয়েছে বলে জানিয়েছে দুদেশের সীমান্তরক্ষীরা।

গত ১৮ সেপ্টেম্বর কাশ্মিরের উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় ১৯ সেনা নিহত হওয়ার পর দুদেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যুদ্ধের প্রস্তুতি নিয়ে আছে দুদেশের সেনাবাহিনী।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম