সুদানে সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৪৬ 

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৪:১০ পিএম

ঢাকা: সুদানে একটি সামরিক প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৪৬ জন নিহত হয়েছে। রাজধানী খার্তুমের উপকণ্ঠে একটি আবাসিক এলাকায় সামরিক প্লেনটি বিধ্বস্ত হয়েছে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) আঞ্চলিক সরকার এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

[244828]

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে, সেখানকার বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার সময় একটি বিকট বিস্ফোরণ হয়। ফলে আশেপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আইএ