ঢাকা : দখলদার ইসরায়েল হামলা জালিয়ে গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ১০৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এসময় আহত হয়েছেন অন্তত ৩৫৬ জন। বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি হামলায় ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৫৭ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আর আহত হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬১৭ জন।
মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে, “অনেক মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না।”
ইসরায়েল ১৮ মার্চ থেকে গাজায় হামলা পুনরায় শুরু করে এবং তারপর থেকে ৬ হাজার ৯৬৪ জনকে হত্যা করেছে। আর ২৪ হাজার ৫৭৬ জনকে আহত করেছে। যা জানুয়ারিতে কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে ভঙ্গ করেছে।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ইসরায়েল গাজা উপত্যকায় যুদ্ধ পরিচালনার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি গণহত্যার মামলার সম্মুখীনও হয়েছে।
পিএস