ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৯ ফিলিস্তিনি

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৯:৩২ এএম

ঢাকা: সোমবার দিনভর ইসরায়েলি বিমানবাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্তত ৬৯ জন নিহত এবং আরও অন্তত ৩৬২ জন আহত হয়েছেন। সন্ধ্যার পর এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, শুক্রবার পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৪৯৯ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৫৭৫ জন। 

মন্ত্রণালয়ের দাবি, এই হিসাব কেবল হাসপাতাল পর্যন্ত পৌঁছানো হতাহতদের ভিত্তিতে করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এবং সড়কে পড়ে থাকা বহু মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার সরঞ্জামের ঘাটতি ও চলমান বোমাবর্ষণের কারণে প্রকৃত নিহত ও আহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

গাজায় সামরিক অভিযানের পাশাপাশি খাদ্য ও ত্রাণ সামগ্রী প্রবেশও সীমিত করেছে ইসরায়েল, যা দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত না খেতে পেয়ে ও অপুষ্টিতে ২২২ জন মারা গেছেন, যার মধ্যে ১০১ জন শিশু। সোমবারও খাদ্যাভাব ও অপুষ্টিজনিত কারণে এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপরও নির্বিচারে গুলি চালাচ্ছে ইসরায়েলি সেনারা। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ত্রাণ নিতে গিয়ে গাজায় এখন পর্যন্ত ১ হাজার ৭৭২ জন নিহত হয়েছেন। অপুষ্টি ও ত্রাণ সংগ্রহে গিয়ে নিহতদেরও মোট হতাহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজার নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের ভেতরে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এতে ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এর জবাবে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

টানা ১৫ মাসের অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করলেও ১৮ মার্চ থেকে আইডিএফ আবারও গাজায় হামলা শুরু করে। দ্বিতীয় দফার এ অভিযানে প্রায় পাঁচ মাসে ৯ হাজার ৯৮৯ জন নিহত এবং ৪১ হাজার ৫৩৫ জন আহত হয়েছেন।

জিম্মি হওয়া ২৫১ জনের মধ্যে অন্তত ৩৫ জন এখনও জীবিত বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ জানিয়েছে, সামরিক অভিযান চালিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় একাধিকবার ইসরায়েলকে গাজায় অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও গঠন হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, হামাসকে সম্পূর্ণ অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ওএফ