অর্থনীতিতে নোবেল পেলেন তিনজন

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৪:৪০ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: "উদ্ভাবন-চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাখ্যা দেওয়ার জন্য ২০২৫ সালে অর্থনীতিতে যৌথভাবে তিনজনকে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

নোবেল পাওয়া তিন অর্থনীতিবিদ হলেন, জোয়েল মকিয়ার, ফিলিপ আগিওন এবং পিটার হুইট।

“প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্তগুলো চিহ্নিত করার জন্য” পুরস্কারের অর্ধেক জোয়েল মকিয়ারকে দেওয়া হয়েছে। বাকি অর্ধেক ফিলিপ আগিওন ও পিটার হুইটকে যৌথভাবে প্রদান করা হয়েছে “সৃজনশীল ধ্বংসের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্বের জন্য।”

মকিয়ার ইতিহাসভিত্তিক উৎস ব্যবহার করে খুঁজে বের করেছেন কীভাবে টেকসই প্রবৃদ্ধি একটি সাধারণ অবস্থা বা নিয়মে পরিণত হয়েছে। আগিওন এবং হুইট টেকসই প্রবৃদ্ধির অন্তর্নিহিত প্রক্রিয়াগুলো বিশ্লেষণ করেছেন।

১৯৯২ সালের একটি প্রবন্ধে তারা একটি গাণিতিক মডেল তৈরি করেন যেটি "সৃজনশীল ধ্বংস" নামে পরিচিত: যখন একটি নতুন ও উন্নত পণ্য বাজারে আসে, তখন পুরনো পণ্য বিক্রি করা কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়।

পিএস