মেক্সিকোর রাজনীতিক ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশটির অন্তত ৫০ জনের বেশি প্রভাবশালী রাজনীতিক ও কর্মকর্তার ভিসা বাতিল করা হয়েছে। রয়টার্সকে তথ্য দিয়েছেন মেক্সিকোর দুই শীর্ষ কর্মকর্তা।
ভিসা বাতিলের বিষয়টি প্রকাশ্যে আনা হলেও সংশ্লিষ্টদের নাম গোপন রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত চারজন নিজেদের ভিসা হারানোর কথা স্বীকার করেছেন, যাদের একজন বাজা ক্যালিফোর্নিয়ার গভর্নর মারিনা দেল পিলার আভিলা। যদিও তিনি মাদক সংশ্লিষ্ট কোনো অভিযোগ অস্বীকার করেছেন।
বিশ্লেষকদের মতে, এত বড় পরিসরে ভিসা বাতিলের ঘটনা নজিরবিহীন। এটি যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক কৌশলেরই ইঙ্গিত দেয়, যেখানে মাদকচক্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্ট সন্দেহভাজন রাজনীতিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।
মার্কিন কূটনৈতিক নীতিতে ভিসা বাতিল একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, যার জন্য কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে এত সংখ্যক প্রভাবশালী ব্যক্তির ওপর হঠাৎ এ ধরনের পদক্ষেপ মেক্সিকোর রাজনৈতিক অঙ্গনে প্রবল আলোড়ন তুলেছে।
একাধিক সূত্র জানিয়েছে, ক্ষমতাসীন মোরেনা দলের অন্তত ৫০ জন এবং অন্যান্য দলের বেশ কয়েকজন রাজনীতিক এই সিদ্ধান্তের আওতায় পড়েছেন। যুক্তরাষ্ট্র এখন মাদকবিরোধী লড়াইয়ে কূটনৈতিক চাপ প্রয়োগে নতুন মাত্রা যোগ করছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
এম