ধ্বংসস্তূপে আটকা অনেকে

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৯২

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৬, ০৩:১৬ পিএম

ঢাকা: ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ভূমিকম্পে শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে ৯২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। তবে ধ্বংসস্তুপের নিচে আরও অনেকের মৃতদেহ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল। সেই সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের।

সমুদ্রের তলদেশে এই ভূমিকম্পটি আঘাত হানে। সুমাত্রা দ্বীপের সিগলি শহরে ভূমিকম্পের আঘাতে বহু ভবন, মসিজদ ও অন্যান্য স্থাপনা ভেঙ্গে পড়েছে। তবে সুনামির কোনও আশংকা নেই বলে জানিয়েছেন দেশটির আবহাওয়া বিভাগ ।

বার্তা সংস্থা এএফপি জানায়, ভূমিকম্পের আঘাতে বেশ করেয়টি শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের ভিড় বাড়ছে। ধ্বংসস্তুপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ভারি যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে বলে জানায় এপি নিউজ এজেন্সি।

ভূমিকম্পের পরেও বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়। ভয়ে বান্দ্রা আচেত প্রদেশের লোকজন ঘরের বাইরে বেরিয়ে এসেছে। তারা ঘরে ফিরে যেতে ভয় পাচ্ছে বলে বিবিসি অনলাইনের নিউজে জানানো হয়।    

এই আচেহ প্রদেশেই ২০০৪ সালে আঘাত হেনেছিল সুনামি, যার ফলে প্রদেশটির এক লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। এছাড়া ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে চলতি বছরে বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত আনে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি