মাকে নিয়ে মোদীর টুইট, চটলেন কেজরীবাল!

  • আন্তর্জাতিক ডেস্ক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১০, ২০১৭, ০৮:১৮ পিএম

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মা-কে নিয়ে সকালে টুইটারে টুইট করলেন। এর কয়েক ঘণ্টা পরেই একহাত নিলেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। বললেন, ‘মাকে নিয়ে আমি ঢেঁড়া পেটাই না।’

এমন ঘটনা বোধ হয় ভারতেই সম্ভব। না হলে এতো বড় দেশের প্রধানমন্ত্রীকে এভাবে এক রাজ্যের মন্ত্রী আক্রমণ করতে পারে? ঘটনাটা মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালের।

প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী গিয়েছিলেন মায়ের সঙ্গে দেখা করতে। দেখা করেই টুইটারে লিখলেন, ‘ভোর হওয়ার আগে মায়ের সঙ্গে প্রাতঃরাশ সারলাম। মায়ের সঙ্গে দারুণ সময় কাটালাম।’

প্রধানমন্ত্রীর এই টুইট দেখেই মোদীকে একহাত নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। লিখলেন, ‘আমি তো আমার মায়ের সঙ্গে থাকি। রোজ ওনার আশীর্বাদ নিই। কিন্তু এই নিয়ে ঢেঁড়া পেটাই না।’

ভারতেই বুঝি সম্ভব এভাবে প্রধানমন্ত্রীকে ভর্ৎসনা করা। এই তো কিছুদিন আগে নোট বাতিলের পর প্রধানমন্ত্রীর মা গিয়ে দাঁড়ালেন ব্যাংকের লাইনে। প্রধানমন্ত্রীর মায়ের সেই ছবি সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় ছড়িয়েও পড়েছিল। 

ওই ঘটনা নিয়েও কেজরীবাল কটাক্ষ করেন মোদীকে। লেখেন, ‘রাজনীতির জন্য আমার মা-কে আমি ব্যাংকের লাইনেও দাঁড় করাই না।’ এর সঙ্গে কেজরীবাল মোদীকে এটাও মনে করিয়ে দিয়েছেন, ‘হিন্দু ধর্মে আর ভারতীয় সংস্কৃতিতে বলা হয়, আপনার বৃদ্ধা মা ও ধর্মপত্নীকে নিজের কাছে রাখতে হয়। প্রধানমন্ত্রীর বাসভবন তো অনেক বড়। আসলে এর জন্য বড় হৃদয়ও চাই।’

সোনালীনিউজ/এমএন