পাক-ভারত যুদ্ধে অ্যাটমবোমা ব্যবহার হতে পারে: যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক ডেস্ক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৭, ১০:১২ পিএম

ঢাকা: পাকিস্তান ও ভারতের মধ্যে আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে পরমাণু বোমা (অ্যাটমবোমা) ব্যবহার হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

ওয়াশিংটনের কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এ দেয়া ভাষণে তিনি এ শঙ্কার কথা বলেন। এসময় আরো বলেন, আঞ্চলিক সংঘাতে কেবল উত্তর কোরিয়া নয় বরং রাশিয়া, পাকিস্তান, ভারত এবং অন্যান্য দেশ বিরূপ পদক্ষেপ নিচ্ছে। এতে ইউরোপ, দক্ষিণ এশিয়া বা পূর্ব এশিয়ার আঞ্চলিক সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি বাড়ছে।

পরমাণু অস্ত্র কমাতে বিশ্বে ঐকমত্য তৈরি এবং সংঘাত এড়ানোর চেষ্টায় মার্কিন পরবর্তী প্রশাসন নেতৃত্ব দেবে বলে আশা করেন জো বাইডেন। অবশ্য বাইডেন তার এ ভাষণে ইসরাইলের অবৈধ পরমাণু কর্মসূচি নিয়ে কোনো কথাই বলেননি।

সোনালী নিউজ ডটকম/ঢাকা/আতা