যেসব মুসলিম দেশের নাগরিক কুয়েতের ভিসা পাবে না

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০১৭, ১১:৪৩ এএম

ঢাকা: যুক্তরাষ্ট্রের পর এবার পাঁচ মুসলিম প্রধান দেশের নাগরিকদের প্রবেশের উপর নিষেজ্ঞা জারি করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। চরমপন্থীদের কুয়েতে প্রবেশ ঠেকাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েোছ বলে জানিয়েছে দেশটি সরকার। যুক্তরাষ্ট্রে মুসলিম নাগরিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারির এক সপ্তাহের মাথায় কুয়েতও এ সিদ্ধান্ত নিল।

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান, সিরিয়া, ইরাক, আফগানিস্তান ও ইরান এই পাঁচটি দেশের নাগরিকদের উপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

তবে কুয়েত পাকিস্তানের নাগরিকদের ভিসা দেবে না- এমন খবর অস্বীকার করেছে ইসলামাবাদ। সিরিয়ার নাগরিক প্রবেশের ওপর এর আগে একবার নিষেধাজ্ঞা জারি করেছিল কুয়েত। ২০১১ সালেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

কুয়েত ভিত্তিক সংবাদ মাধ্যম দাবি দেশেটির সরকারের বরাত দিয়ে জানিয়েছে, কুয়েত যুক্তরাষ্ট্রের দ্বারা প্রভাবিত হয়নি। বরং দেশের নিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই