ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৭, ১১:২৩ এএম

আন্তর্জাতিক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এর আগে ফ্লিনের সঙ্গে রুশ কর্তৃপক্ষের সংযোগ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা খতিয়ে দেখছেন বলে জানায় হোয়াইট হাউস। এরপরেই তিনি পদত্যাগ করলেন।

যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন দায়িত্ব নেয়ার আগে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের মধ্যে দুই দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা হওয়ার অভিযোগ উঠে। এ বিতর্ক নতুন করে সামনে আসার পর তুমুল চাপের মুখে পড়েন ফ্লিন। যদিও প্রাথমিকভাবে সেই অভিযোগ অস্বীকার করেছিলেন ফ্লিন।

এরপর বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানান মার্কিন ডেমোক্রেট সদস্যরা। ডিসেম্বরে রুশ দূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে ফোনে কথা বলেছিলেন ফ্লিন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ