ইসরাইলের আচরণ যুদ্ধ বাঁধাতে পারে: জার্মানি

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০১৭, ১০:৪১ পিএম

ঢাকা: জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, ইসরাইলের ভূমি দখল প্রক্রিয়া যুদ্ধের সূচনা করতে পারে। দেশেটির আচরণ যুদ্ধের দিকে যাচ্ছে। অধিকৃত ফিলিস্তিনে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনরে বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে এ কথা বলেন তিনি।

জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের অসংখ্য অবৈধ বসতি স্থাপনের প্রক্রিয়ায় উদ্বেগে রয়েছে জার্মানি। এতে দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান অসম্ভব হয়ে দাঁড়াবে এবং মধ্যপ্রাচ্যে সংঘাতসহ যুদ্ধের ঝুঁকি বাড়বে।

ফিলিস্তিন সংকটের দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান নিয়ে আমেরিকা আর এগিয়ে যাবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বক্তব্য দেয়ার পরই এ কথা বললেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।

সোনালীনিউজ/আতা