ভারতীয় গোয়েন্দাকে ফেরত দিচ্ছে না পাকিস্তান

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৫, ২০১৭, ০৮:৩১ পিএম

ঢাকা: পাকিস্তানে আটক ভারতীয় গোয়েন্দা কুলভূষণ যাদবকে ফেরত দিচ্ছে না দেশটির সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, কুলভূষণকে ফেরত দেয়ার বিষয়টি সরকার মোটেই বিবেচনা করছে না।

রোববার (৫ মার্চ) পাকিস্তানের জাতীয় পরিষদের উচ্চকক্ষ সিনেটে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেছেন, ভারতীয় এ গোয়েন্দার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির জন্য মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় তার বিচার হবে। এক প্রশ্নোত্তর পর্বে সারতাজ সিনেটকে জানান, সরকারের পক্ষ থেকে কখনো বলা হয় নি আটক কুলভূষণের তথ্য-বিরুদ্ধে প্রমাণের ঘাটতি রয়েছে।

সিনেটর তালহা মেহমুদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পাকিস্তানের ভেতরে ধ্বংসাত্মক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তার বিরেুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোনালীনিউজ/আতা