যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৮, ২০১৭, ০৫:৩৬ পিএম

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী টেরেসা মে দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আগামী ৮ জুন দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বেক্সিটের ব্যাপারে সংসদের সদস্যরা একমত নয় এমন বার্তা দিয়ে তিনি বলেছেন, ‘দেশের জনগণ বেক্সিটের পক্ষে রায় দিলেও ওয়েস্টমিনিস্টার (সংসদ) এ নয়।’

তাই দেশে দ্রুতই স্থায়ী এবং শক্তিশালী একটি নেতৃত্ব প্রয়োজন বলে জানা মে।

বিবিসির খবরে বলা হয়, প্রধানমন্ত্রী টেরেসা মে’র এই আগাম নির্বাচনের প্রস্তাব নিয়ে আগামী বুধবার হাউজ অব কমন্সে ভোটাভুটি হবে।  

ব্রিটেনের বর্তমান সংসদের মেয়াদ রয়েছে ২০২০ সাল পর্যন্ত। গতবছর গণভোটে যুক্তরাজ্যের জনগণ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া পক্ষে ভোট দিলে ডেভিড ক্যামেরন পদত্যাগ করেন এবং কনজারভেটিভ পার্টির নতুন নেতা টেরিজা মে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।

প্রতিশ্রুতি অনুযায়ী গত ২৯ মার্চ ইউরোপী ইউনিয়নে চিঠি পাঠিয়ে তিনি ২৮ দেশের এই পরিবার থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেন।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই