তৃতীয় বিশ্বযুদ্ধ ১৩ মে!

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৩, ২০১৭, ০৫:০০ পিএম

ঢাকা: বিশ্ব যখন উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা পরখ করছে, ঠিক সেই সময় তৃতীয় বিশ্ব যুদ্ধের দিন-ক্ষণ ঘোষণা করলেন ট্রাম্পের স্ব-ঘোষিত ধর্মগুরু। তিনি দাবি করেছেন ১৩ মে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে।

এই ধর্মগুরুর নাম ক্লেয়ারভয়ান্ট হোরাসিও ভিলেগাস। এক ব্রিটিশ গণমাধ্যমে দাবি করা হয়, ট্রাম্পই যে পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন, প্রেসিডেন্ট নির্বাচনের বেশ কয়েক দিন আগেই তা জানিয়েছিলেন নাকি হোরাসিও। এই খবর সামনে আসতেই প্রচারে আসেন এই ভবিষ্যৎ বক্তা।

ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার মতোই এবার তিনি দাবি করেছেন, খুব শিগগিরই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এবং সেটা হবে নাকি ট্রাম্পের জন্যই।   

হোরাসিওর ভাষ্যমতে, সিরিয়ায় রাসায়নিক হামলা নিয়ে ক্ষমতাশালী দেশগুলি লড়াইয়ে মাতবে। সেই লড়াইয়ে জড়িয়ে পড়বে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া। এই যুদ্ধে ভয়ঙ্কর ক্ষতি ও প্রচুর মানুষের মৃত্যু হবে।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই