আবারো গণমাধ্যমের ওপর চটলেন ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৩০, ২০১৭, ০৬:১১ পিএম
পেনিসেলভিনিয়ায় বক্তব্য দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

ঢাকা: ক্ষমতাগ্রহণের শততম দিন উদযাপনের সময়ও গণমাধ্যমের বিষধোগার করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশটির পেনিসেলভিনিয়া প্রদেশে সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আমি উন্নয়নের জন্য একের পর এক প্রতিশ্রুতি দিচ্ছি। কিন্তু সাংবাদিকরা এর মিথ্যা সমালোচনা করছে। তারা আমার বিরুদ্ধে ‘মিথ্যা সংবাদ’ প্রচার করছে।

ট্রাম্পের বিরুদ্ধে র‌্যালী

হোয়াইট হাউজভিত্তিক সাংবাদিকদের বার্ষিক নৈশভোজ, হোয়াইট হাউজ করস্পন্ডেন্টস ডিনারে যোগ না দেয়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প- ১৯৮১ সালে রোনাল্ড রেগানের পর এই প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না।

এদিকে যখন তার এই আনন্দ র‌্যালী চলছিলো, তখন দেশটির পরিবেশবাদীরা ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ বের করে। বিশ্ব পরিবেশে পরিবর্তনের জন্য তাকে দায়ী করছেন তারা।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই