মেয়েকে নিজের জরায়ু দিলেন মা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২০, ২০১৭, ১১:০৪ এএম

ঢাকা: নারী হলেও জরায়ু ছাড়াই জন্মে ছিলেন ভারতের পুনের এক মেয়ে। এভাবেই ২১টি বছর কেটে যায়। মেয়ে এখন বড় হয়েছে তাকে বিয়ে দিতে হবে। এজন্যই নিজের জরায়ু মেয়েকে দান করে দৃষ্টান্ত রাখলেন মা। মঙ্গলবার (১৬ মে) এই সফল অস্ত্রপচারটি হয়েছে ভারতে। যার দেশটির চিকিৎসা শাস্ত্রে প্রথম ঘটনা। 

চিকিৎসক শৈলেশ পুনটামবেকরের নেতৃত্বে ১২ জন চিকিৎসকের একটি দল এই অস্ত্রোপচার করেন। দুপুর ১২টা থেকে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত দীর্ঘ সময় ধরে চলে জরায়ু প্রতিস্থাপনের জটিল প্রক্রিয়া। 

অস্ত্রপচারের পর পুন্টামবেকর বলেন, ‘জরায়ু ছাড়াই জন্ম হয়েছিল ওই মহিলার। উনি মা হতে চাইছিলেন। কিন্তু সারোগেসি বা দত্তক নেয়া পছন্দ ছিল না। তাই জরায়ু প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওঁর মা দাতা হওয়ার কারণে এই সিদ্ধান্ত নিতে বেশি দেরি হয়নি।’

২০১৩ সালে সুইডেনে প্রথম সফল জরায়ু প্রতিস্থাপন অস্ত্রোপচার করা হয়। মোট ৯ জন মহিলার জরায়ু প্রতিস্থাপন করা হয়। সেই প্রতিস্থাপিত জরায়ুর মাধ্যমে ৪ শিশুর জন্ম হয়। সূত্র: সিএনএন, আনন্দবাজার।

সোনালীনিউজ/ঢাকা/এআই