সৌদিতে কয়েকটি বাসের সংঘর্ষ, বাংলাদেশি হতাহতের আশঙ্কা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৮, ২০১৭, ০১:৪৭ পিএম

ঢাকা : সৌদি আরবে যাত্রীবাহী বেশ কয়েকটি বাসের সংঘর্ষের ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যমে খবর এসেছে। আহত হয়েছেন বহু মানুষ। হতাহতদের মধ্যে বাংলাদেশিরাও থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ সংবাদ মাধ্যমকে জানান, কোনো বাংলাদেশি দুর্ঘটনায় আহত বা নিহত হয়েছেন কি না সে বিষয়ে খবর নিতে দুর্ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। রিয়াদ থেকে কয়েকশো কিলোমিটার দূরে একটি মহাসড়কে চার থেকে পাঁচটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। 

সৌদি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে মদিনা-কাশিম মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। আহত অনেককে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। বাসগুলোতে ২০০ জনের মতো যাত্রী ছিলেন বলে খবরে বলা হয়।

হতাহত হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, ভারত ও অন্যান্য দেশের নাগরিকরা থাকতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে।

সোনালীনিউজ/ এস