৮ জুনেই নির্বাচন করতে দৃঢ় থেরেসা মে

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৪, ২০১৭, ০৮:২৪ পিএম

ঢাকা: লন্ডনে সন্ত্রাসী হামলার কারণে রাজনৈতিক দলগুলো সকল ধরণের প্রচারনা বন্ধ রেখেছে। আগামী সোমবার থেকে পুনরায় নির্বাচনী প্রচারে নামবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এরকম পরিস্থিতিতে আগামী ৮ জুন নির্বাচন হবে কি-না তা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে। 

কিন্তু রোববার (৪ জুন) দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে দৃঢ়তার সঙ্গে ঘোষণা দিয়ে বলেছেন, যথেষ্ট হয়েছে, নির্বাচন যথা সময়েই হবে।

পূর্বঘোষিত সময় অনুযায়ী আগামী ৮ জুন নির্বাচন হচ্ছে বলেই সরকারের পক্ষ থেকে দৃঢ় অবস্থান নিয়েছেন থেরেসা মে। ফলে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে, গুঞ্জন ছিল তা আর রইল না। ইতিমধ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় ১২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোনালীনিউজ/ঢাকা/আতা