ভারতে কৃষকদের ওপর পুলিশের গুলি, নিহত ৫

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৭, ২০১৭, ১১:৫৩ এএম

ঢাকা: ভারতের মধ্যপ্রদেশে ফসলের ন্যায্য দাম ও ঋণ মওকুফের দাবিতে কৃষকদের আন্দোলনে গুলি চালিয়ে পুলিশ। এ ঘটনায় পাঁচ কৃষক নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যমগুলো।

মঙ্গলবার (৬ জুন) রাজ্যের মানদাসৌ শহরে এ ঘটনা ঘটে। কৃষক ইউনিয়নের মুখপাত্র জানান, ‘পুলিশ নিরস্ত্র কৃষকদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে।’ এ ঘটনার পর জাতীয় কৃষক-শ্রমিক ইউনিয়নের নেতা গাজেন্দ্র তোকা আজ বুধবার (৭ জুন) রাজ্য ব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছেন।

বিক্ষোভ থামাতে সোমবারই কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। তার পরে রাজনৈতিক দল আরএসএসের কৃষক সংগঠন ভারতীয় কিসান সঙ্ঘ বিক্ষোভ-ধর্মঘট থেকে সরে আসে। কিন্তু বাকিরা অনড়ই ছিল। রাজ্যের বিভিন্ন প্রান্তে কৃষকেরা পথে নেমে বিক্ষোভ দেখায়।

উল্লেখ্য, ফসলের ন্যায্য দাম এবং ঋণ মওকুফের দাবিতে দেশটির হরিয়ানা এবং মহারাষ্ট্রে গত ক’দিন ধরেই কৃষকরা বিক্ষোভ করছে। মহারাষ্ট্রে কৃষকেরা সিম-দুধ রাস্তায় ফেলে বিক্ষোভ দেখিয়েছেন। এরই  প্রভাব পড়েছে বিভিন্ন রাজ্যে।

সোনালীনিউজ/ঢাকা/এআই