গরুর মাংস আছে সন্দেহ, ট্রেনে ৩ ভাইকে খুন

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৪, ২০১৭, ০৬:৩৯ এএম

ঢাকা: সঙ্গে গরুর মাংস রাখার সন্দেহে ভারতের উত্তর-প্রদেশের মথুরাগামী গাজিয়াবাদ-দিল্লি-মথুরা ট্রেনে তিনজন মুসলিমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। যদিও তাদের কাছে কোনো প্রকার মাংস ছিল না। 

বৃহস্পতিবার (২২ জুন) দিল্লির তুঘলকবাদে ঈদের কেনাকাটা করে ট্রেনে চেপে বাড়ি ফিরছিলেন হরিয়ানার বল্লবগড়ের কান্দারপারের মহম্মদ সমিরুদ্দিন (২৮), কুটিপাড়ার নসিরুল হক (৩০) ও রামগঞ্জের ঢোলুগজের মহম্মদ নাসির (৩২)। এসময় সহ-যাত্রীদের সঙ্গে গরু প্রসঙ্গ নিয়ে তর্ক থেকে ঝগড়া বেঁধে যায়। তখন সহ-যাত্রীরা সমিরুদ্দিন ও তার দুই ভাইয়ের ওপর হঠাৎ ছুরি দিয়ে আক্রমণ করে অপর যাত্রীরা।

ফলে ট্রেনেই একজন মারা যান। বাকি দুইজনকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়। তবে পুলিশ বলছে ট্রেনে সিট নিয়ে দ্বন্দ্বে এ ঘটনার সূত্রপাত হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/আতা