চীনে ভূমিধসে ১২০ জন নিখোঁজ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৪, ২০১৭, ০৭:৫৩ পিএম

ঢাকা: চীনে ভূমিধসে এক গ্রামের ১২০ জন নিখোঁজ হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি পার্বত্য এলাকায় ভূমিধসে চাপা পড়ে একটি গ্রামের ১২০ জনেরও বেশি লোক নিখোঁজ হয়েছেন।

মাওশিয়ান নামের গ্রামটির ওপর স্থানীয় সময় ভোর ছ'টার দিকে পাথুরে পাহাড়ের একাংশ ধসে পড়ে অন্তত ৪০টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাত এবং এলাকাটি গাছপালাশূন্য হবার কারণেই এ ভূমিধস বলে স্থানীয় পুলিশ বলছে। চীনের পার্বত্য এলাকাগুলোতে বর্ষার সময় ভূমিধস একটি নিয়মিত ঘটনা।

উদ্ধারকারীরা এ পর্যন্ত পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভাঙা পাথরের টুকরোর নিচে চাপা পড়া লোকদের মধ্যে বেঁচে থাকা কেউ আছে কিনা তার সন্ধান চলছে। স্থানীয় সূত্রগুলো বলছে, একটি দম্পতিকে তাদের শিশুসন্তানসহ উদ্ধার করা হয়েছে। ত্রাণ দলগুলো মাটি ও বড় বড় পাথরের টুকরো সরাতে বুলডোজার ব্যবহার করছে।

ধসে নেমে আসা পাথর ও মাটিতে একটি নদীর দু’কিলোমিটার এলাকায় পানির প্রবাহ আটকে গেছে। ২০০৮ সালে সিচুয়ান প্রদেশের ওয়েনচুয়ানে এক ভূমিকম্পে ৮৭ হাজার লোকের মৃত্যু হয়।

সোনালীনিউজ/ঢাকা/আতা