এল সালভাদরের অর্থ মন্ত্রণালয়ে আগুন

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৮, ২০১৭, ১০:২২ এএম

ঢাকা: মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের অর্থ মন্ত্রণালয়ের একটি ভবনে আগুন লেগে ভবনটি ভস্মীভূত হয়েছে। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত দুইজন। শুক্রবার (৭ জুলাই) বিকেলে ওই ভবনটির নিচের দিকের একটি তলায় আগুন লেগে উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।

এতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ প্রায় দুই ঘণ্টা ধরে ভবনটিতে আটকা পড়ে। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে এবং আগুনে পুড়ে আহত প্রায় ২৫ জনকে রাজধানী সান সালভাদরের হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। 

ভবনটি থেকে অন্তত ৫০ ব্যক্তিকে উদ্ধারের কথা জানিয়েছেন দেশটির জরুরি বিভাগের মুখপাত্র কার্লোস ফুয়েন্তেস। ভিডিও ফুটেজে আটতলা ওই ভবনটির উপর থেকে এক ব্যক্তিকে পড়ে যেতে দেখা গেছে, তিনি বেঁচে আছেন কি না তা পরিষ্কার নয়। 

তবে পাঁচ ও ছয়তলা থেকে লাফিয়ে পড়া ব্যক্তিরা বেঁচে গেছেন বলে জানিয়েছেন ফুয়েন্তেস।

সোনালীনিউজ/ঢাকা/এআই