কাশ্মিরে কার্যক্রম শুরু করলো আইএস!

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৪, ২০১৭, ১০:৪৫ পিএম

ঢাকা: কাশ্মিরে এই প্রথম আইএসের পতাকায় মুড়ে নিয়ে যাওয়া হল ভারতীয় সেনাদের গুলিতে নিহত হিজবুল সদস্য সাজাদ গিলকরের দেহ। শুধু তাই নয়, শ্রীনগরের জামিয়া মসজিদের সামনে অনুষ্ঠিত জানাজা নামাজে উপস্থিত হন কয়েকশো মানুষ।

সাজাদ গিলকরের দেহ জঙ্গি সংগঠন আইএসের পতাকায় মুড়ে ফেলা হয়েছিল। নিহত হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি এবং জাকির মুসার ছবি লাগানো পতাকা হতে নিয়ে স্লোগানও দেয় উপস্থিত জনতা বলে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। সাজাদের মৃত্যুর পর এলাকায় কার্ফু জারি করা হয়েছিল। কিন্তু তা উপেক্ষা করে শুধু পুরুষরাই নয়, মহিলারাও এ দিন জড়ো হয়েছিলেন শেষ বিদায়ের অনুষ্ঠানে। 

এখন ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি কাশ্মিরে আইএস তার ঘাঁটি গড়তে শুরু করেছে। নাকি সদস্য সংগ্রহ শুরু করে দিয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/আতা