লাহোরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৬

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ১০:০০ এএম

ঢাকা: পাকিস্তানের লাহোরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ২৬ জন নিহত হয়েছেন; আহত হয়েছে আরো ৫৮ জন। নিহতদের মধ্যে ৯ জন পুলিশের সদস্য বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পাকিস্তানের দৈনিক ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শহরের দক্ষিণে একটি সবজি বাজারের কাছে ব্যস্ত ফিরোজপুর রোডে এ হামলা হয়। পাকিস্তানের তালেবান গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। এর মধ্য দিয়ে পাকিস্তানে অপেক্ষাকৃত শান্ত এ শহরটির পরিস্থিতি আবার অশান্ত হয়ে উঠল।

লাহোরে পুলিশ অভিযানের প্রধান হায়দার আশরাফ বলেছেন সোমবার বিকেল পৌনে ৪টার দিকে হামলাকারী মোটরসাইকেলে করে এসে একটি পুলিশ তল্লাশিকেন্দ্রে ঢুকে পড়েছে।

পাকিস্তানের তালেবান গোষ্ঠী তেহরিক-ই-তালেবানের মুখপাত্র মোহাম্মদ খুরাসানি গণমাধ্যমে বার্তা পাঠিয়ে বোমা হামলার দায় স্বীকার করেছেন। পাকিস্তানে বোমা হামলা বিশেষ করে, আফগান সীমান্তবর্তী আদিবাসী এলাকাগুলোতে এ ধরনের হামলা নৈমিত্যিক ঘটনা হলেও লাহোরে সম্প্রতি কয়েকবছরে বোমা হামলা কমে এসেছিল।

সোনালীনিউজ/ঢাকা/এআই