চীনে বাস দুর্ঘটনায় নিহত ৩৬, আহত ১৩

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১১, ২০১৭, ১২:০০ পিএম

ঢাকা: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ৩৬ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ আগষ্ট) স্থানীয় মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে শুক্রবার এ খবর দিয়েছে রয়টার্স ও বিবিসি।

এতে বলা হয়েছে, বাসটি শহরের উত্তর-পূর্বের চেনগুদু থেকে হেনাল প্রদেশের দক্ষিণ-পশ্চিমের লোয়াংয়ে যাচ্ছিল। পথে চার লেনের সুড়ঙ্গ সড়কের দেয়ালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আঘাত হানলে সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই দুই শিশুসহ ৩৬ জন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। ইতিমধ্যে আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। বাসটিতে মোট ৫১ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার বিষয়ে চীনা কর্তৃপক্ষ কখনও বিস্তারিত তথ্য দেয় না। তবে দেশটিতে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।

২০১৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যানে বলা হয়, চীনে প্রত্যেক বছর সড়ক দুর্ঘটনায় আড়াই লাখের বেশি মানুষ মারা যায়। এদিকে, দেশটির জননিরাপত্তামন্ত্রী গুয়া শেংকুন দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন